শিরোনাম
ফেনী, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, গত ২০ জুলাই পর্যন্ত ফেনীতে নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৯৩ হাজার ২৬৪জন। এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যা ৬০ শতাংশের বেশি। অর্থাৎ, তরুণ ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে ভোটার ছিল ১০ লাখ ৪৬ হাজার ৬৭১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে ভোটার বেড়ে হয়েছে ১২ লাখ ৩৯ হাজার ৯৩৫। যা গত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ১৫ দশমিক ৬২ শতাংশ বেশি।
নতুন ভোটার প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের সময় নির্দিষ্ট ছিল। ওই হিসেবে নতুন ভোটার সংখ্যা সর্বোচ্চ আরও প্রায় ৫ হাজার বাড়তে পারে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৪০১ জন। ফেনী-২ (ফেনী সদর) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৫৯ হাজার ৭৯৩ জন। ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৭৯ হাজার ৭০ জন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ৩৯৯ টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩ আসনে ভোটকেন্দ্র ছিল ৩৫৮টি।