বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪০

প্রধানমন্ত্রীর জন্মদিনে চাঁদপুরে বিনামূল্যে সহস্রাধিক রোগী চিকিৎসা পেল

চাঁদপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে জেলার ফরিদগঞ্জের চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর বেড়ি বাজার এলাকায় সহস্রাধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ  প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর।
মেডিসিন, সার্জারী, গাইনী, চক্ষু ও অন্যান্য রোগে বিশেষজ্ঞ ৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। 
চিকিৎসকরা হলেন-সার্জারি ডা. হারুনুর রশিদ সাগর, শিশু বিশেষজ্ঞ ডা. বিপ্লব দাস, গাইনী শাহনাজ পারভীন সাথী, ডা. সানজিদা, চক্ষু বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দীন, ডা. শহীদ উল্যাহ ও ডা. আব্দুর রউফ রোবায়েত।
ডা. হারুনুর রশিদ সাগর বলেন, ‘যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, তারা আমার কাছে এলে সব সময়ই বিনামূল্যে চিকিৎসার করি। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, জন্মদিন ও বিশেষ দিনে বহু বছর ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছি।’ 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে তবারক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক নুরুন্নবী জমাদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, মোজ্জামেল হক আজম,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মাষ্টার, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আতিক খান ১১ নং চরদুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. নোমান ক্বারী, মোজাম্মেল হক সুমন ও ছাত্রলীগ নেতা আকিল মাহমুদ রাফি, ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।