বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৮

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সভা

ভোলা, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : জেলার উপজেলা সদরে আজ ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’-২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে শীবপুর ইউনিয়নের  মেঘনা পাড়ের ভোলার খাল এলাকায় দুই শতাধিক জেলে, আড়ৎদার ও সংশ্লিষ্টদের নিয়ে এই সভা করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজ হাসনাইন, আড়ৎদার জোবায়ের হোসেন ও জেলেদের মধ্যে নূর ইসলাম বক্তব্য রাখেন। সভায় আগত জেলেরা নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে মৎস্য শিকারে যাবেন না বলে অঙ্গীকার করেন।
সভায় বক্তারা বলেন, আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার পাশাপাশি সচেতন হতে হবে। আইন মেনে ইলিশ শিকার হতে বিরত থাকতে হবে। মা ইলিশের ডিম ছাড়া যত নির্বিঘœ হবে, ইলিশের উৎপাদন ততো বৃদ্ধি পাবে। 
এই সময়ে সরকার সদরে ১৯ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে প্রদান করবে। 
উল্লেখ্য, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।