বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির ঘর ধ্বসে দুই শিশুর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): জেলার বিজয়নগর উপজেলায় আজ প্রবল বৃষ্টিতে মাটির ঘর ধ্বসে রাফিন ও মিশু নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন। 
আজ শুক্রবার ভোরে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু রাফিন (১২) ও মিশু (১০) ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান।
এই ঘটনায় মৃতদের বাবা মন্নাফ, মা রোকসানা ও বোন ইশু আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ইশুকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, কৃষিজীবি মন্নাফ তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে সবাই একসঙ্গে ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিতে তাদের ঘরটি ধসে পড়ে। এতে তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইশিশু রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। 
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।