শিরোনাম
ফেনী, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সার তিনজন আরোহী নিহত হয়েছেন।
দূর্ঘটনায় নিহতরা হলেন- আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার পারভীন (৪৮) এবং একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহতের সাবেক সেনা কর্মকর্তা আবু তাহরের ভাই, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।
সাদেক হোসেন বলেন, বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে প্রেরণ করা হয়।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রুহুল মহসীন সুজন জানান, সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া নিজকুঞ্জরা এলাকা থেকে পুলিশ দূর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা -নীরিক্ষা করে তাদের মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করা হয়েছে।
মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।