শিরোনাম
রাঙ্গামাটি,৩০ সেপ্টেম্বর ২০২৩ (বাসস): জেলার কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বাঘা আইড়। শুক্রবার সন্ধ্যার দিকে রাঙ্গামাটির সুবলং এলাকায় কাপ্তাই হ্রদে মাছটি জেলেদের জালে ধরা পরে।
রাতে জেলেরা শহরের রিজার্ভ বাজারের মৎস্য ব্যবসায়ী তৈয়বের দোকানে বিক্রির জন্য নিয়ে আসে। এ সময় বিরল প্রজাতির এই বাঘা আইড় মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় করে ।
পরে জেলেদের কাছ থেকে ২৩ কেজি ওজনের আইড় মাছটি নিয়ে পাইকারি ধরে ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন মৎস্য ব্যবসায়ি আবু তৈয়ব।
মাছ ব্যবসায়ী রাখাল নাথ বাসসকে জানান, দীর্ঘ ৪০ বছর ধরে মাছ ব্যবসা করে আসছি। এই প্রথমবার কাপ্তাই হ্রদে এতোবড় বাঘা আইড় মাছ ধরা পড়লো।
রাঙ্গামাটি মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান জানিয়েছেন, কাপ্তাই হ্রদে ৩-৪ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়লেও এই প্রথম ২৩ কেজি ওজনের বাঘা আইড় মাছ পাওয়া গেছে।