বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭

রাঙ্গামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

রাঙ্গামাটি, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলায় আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’-এই প্রতিপাদ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম চিনু, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুখা খীসা, হিমওয়ান্তি এনজিও সংস্থার নির্বাহী পরিচালক টুকু তালুকদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রুপনা চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে জেলার ১২টি নারী সংগঠনকে অনুদান প্রদান করা হয়।