শিরোনাম
নাটোর, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় নাটোর সদর উপজেলার আগদিঘা আমবাগানে এই কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. এস এম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে তিনটি করে ক্যাম্পেইন আয়োজন করা হবে। আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে। উপজেলার ৯৯ হাজার ছাগল-ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।
অপরদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বাসসকে জানান, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় জেলায় ১০ লাখ ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরী করা হবে।