শিরোনাম
লক্ষ্মীপুর, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : জেলায় আজ সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল নামাজের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়৷ বাদ মাগরিব লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় মরহুমের বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
এর আগে মরহুমকে জেলার পুলিশ সুপার তারেক বিন রশিদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্র সালাম দেওয়া হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টা ১৯ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই মন্ত্রী মৃত্যুবরণ করেন।