শিরোনাম
নওগাঁ, ২ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে ।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা শাখা এই কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার বেলা সাড়ে দশটায় জেলা শিশু একাডেমীর হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মাওলা।
নওগাঁ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ সদর উপজেলার সাবেক কমান্ডার মোঃ গোলাম সামদানী।
কর্মসূচির মধ্যে রয়েছে -চিত্রাংকন প্রতিযোগিতা, স্থানীয় দুটি বালিকা বিদ্যালয়ে 'আমার কথা শোন' শীর্ষক ছোটরা বলবে বড়রা শুনবে অনুষ্ঠান , কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, বৌচি খেলা, সুবিধা বঞ্চিত ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের আঁকা ছবি প্রদর্শন, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠান।