বাসস
  ০২ অক্টোবর ২০২৩, ১৪:৩৪

গোপালগঞ্জে পিপিআর টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বিনামূল্যে ছাগলের পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সতীশের পুলে এ ক্যাম্পেইনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বোড়াশী ইউপি চেয়ারম্যান লিমন আহমেদ মোল্লা, ইউপি মেম্বার এম শরিফুল ইসলাম সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
এদিন  বোড়াশী ইউনিয়নের ৫০০ ছাগলের দেহে পিপিআর টিকা প্রদান করা হয় ।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস ও চামড়া সারাবিশ্বে খুবই জনপ্রিয়। এ ছাগলের মাংস ও চামড়া বিদেশে রপ্তানির বড় বাধা পিপিআর রোগ। আমরা ছাগলের পিপিআর রোগ নির্মূলে পিপিআর টিকা প্রদান শুরু করেছি। গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার ২৮ হাজার ছাগলের দেহে পিপিআর টিকা প্রদানের টার্গেট করেছি। আমরা ছাগলের পিপিআর রোগ নির্মূল করে বিদেশে ব্লাক বেঙ্গল ছাগলের মাংস ও চামড়া রপ্তানি করতে পারবো।
তিনি বলেন, গ্রামে নারীরা বাড়িতে ৫/৬ টি করে ছাগল পালন করেন। এ ছাগলের মাংস বিদেশে রপ্তানি করতে পারলে গ্রামীণ অর্থনীতি আরো সচল হবে। অনেক প্রান্তিক পরিবার ছাগল পালন করে স্বাবলম্বী হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।