শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায় আজ নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক স্কুল সেমিনার ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির ও শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার বিশ্বাস ।
সেমিনারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘সংবিধানের ৫টি মৌলিক অধিকারের মধ্যে খাদ্য অন্যতম। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে কাজ করছি।’