বাসস
  ০৫ অক্টোবর ২০২৩, ১৭:৩৪

গোপালগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৫ অক্টোবর, ২০২৩ (বাসস): ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে আজ সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও প্রসারের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থবিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মনজুরুল হক।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কাজী মাহবুবুল আলম।
এছাড়াও মতবিনিময় সভায় পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তর প্রধানগণসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তাদের আলোচনায় পেনশন স্কিমের নানা ধরণের সুবিধাগুলো উঠে আসে।