শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৫ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া থানার হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা ।
সভায় জানানো হয়, জেলার টুঙ্গিপাড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ৯৪টি মন্ডপে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রস্তুতি চলছে ।
সভায় অন্যান্যের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, উপজেল্ াআওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলিয়া আমিনুল, টুঙ্গিপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ বাইন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মন্ডল ও টু্ঙ্িগপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।