শিরোনাম
রাঙ্গামাটি, ৬ অক্টোবর, ২০২৩ (বাসস): জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জেলায় আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো: আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: নুরুল আবছার, এনজিও প্রতিনিধি সাইমন মারমা, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ।
আলোচনা সভার আগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।