শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৬ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলার কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এছাড়ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এলজিএসপি-৩ এর অর্থায়নে ২২ জন দরিদ্র নারীর মাঝে ২২টি সেলাই মেশিন ও ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুর সভাপতিত্বে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ, মাহবুব মোল্লা, রিপন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থী অনুপ বৈদ্য ও নাজমা খানম আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করতে প্রায় ২ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ৩০মিনিটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। আমাদের বেঁচে যাওয়া সময়টা এখন আমরা লেখা পড়ার কাজে ব্যয় করতে পারব।এ জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনকে ধন্যবাদ জানাই।
দরিদ্র নারী মরিয়ম বেগম বলেন, সেলাই প্রশিক্ষণ আগেই নিয়েছিলাম। পোষাক তৈরী করতে পারি। এখন সেলাই মেশিন পেয়েছি। এ মেশিনে কাজ করে মাসে অন্তত ৪ হাজার টাকা আয় করতে পারবো।