বাসস
  ০৬ অক্টোবর ২০২৩, ১৬:৪২

বঙ্গবন্ধুর সমাধিতে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৬ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।
পবিত্র ফাতেহা পাঠ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু ও দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের জন্য।
এরপর তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে সই করেন।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা,নকশা ও গবেষণা) এ কে এম তাহমিদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের  ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  এস এম সাইদুল আলম,  গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিলসহ পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন।