বাসস
  ০৬ অক্টোবর ২০২৩, ১৭:১২

নাটোরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

নাটোর, ৬ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলায় আজ আলোচনাসভা ও শোভাযাত্রা-সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।  
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
আলোচনাসভার আগে কালেক্টরেট ভবন চত্বরে শোভাযাত্রা বের করা হয়।