বাসস
  ০৭ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

কুষ্টিয়ায় এবার ২৫৯টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

কুষ্টিয়া, ৭ অক্টোবর, ২০২৩ (বাসস) : কুষ্টিয়ায় এবার ২৫৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 
এর মধ্যে দৌলতপুর উপজেলায় ১৩টি, ভেড়ামারা উপজেলায় ১১টি, মিরপুর উপজেলায় ২৬টি, কুষ্টিয়া সদর উপজেলায় ৮৫টি, কুমারখালী উপজেলায় ৬০টি ও  খোকসা উপজেলায় ৬৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আব্দুর রকিব বলেন, দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ পূজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামন্ডপগুলোতে নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। 
এছাড়াও মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, প্রতিটি মন্ডপে আগত অতিথিদের আপ্যায়নের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ করা হবে। 
আগামী ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।