শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৭ অক্টোবর, ২০২৩ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আজ মতবিনিময় সভা কারেছে পুলিশ।
শনিবার কাশিয়ানী থানা পুলিশ কাশিয়ানী থানায় এ মতবিনিময় সভার আয়োজন করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলমের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেয়া হয়।