বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৪

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

গাজীপুর, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলার কালিয়াকৈরে মৌচাক এলাকায় আজ সোমবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তব্য রাখেন- গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
এ সময় বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কালিয়াকৈর পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল বাবু প্রমুখ। 
শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তারা কালিয়াকৈর উপজেলার সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।