বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১৬:০০

রাঙ্গামাটিতে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

রাঙ্গামাটি, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায় আজ  সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে- এই শ্লোগানে  সোমবার বেলা ১১টায় জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুখময় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা, বিপুল ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা প্রমুখ। 
সভায় সদর উপজেলাধীন ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধিগণ অংশ নেয়।