বাসস
  ১০ অক্টোবর ২০২৩, ১৭:৪৬

নড়াইলে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ

নড়াইল, ১০ অক্টোবর ২০২৩ (বাসস): জেলায় আজ আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট-এর কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ-এর উপ-মহাপরিচালক শাহ আহম্দ ফজলে রাব্বী।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান কার্যালয়ের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমীন উদ্দিন, জেলার সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন। 
স্বাগত বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস।
এরআগে, অতিথিবৃন্দ বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
সমাবেশ শেষে নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার রোধ ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি হিসাবে ১৫ জন ভিডিপি সদস্যকে বাইসাইকেল এবং ১৮৫ জনকে ছাতা প্রদান করা হয়।
এ সমাবেশে জেলার তিনটি উপজেলার দুইশ’ জন আনসার ও ভিডিপি সদস্য যোগদান করেন।