বাসস
  ১০ অক্টোবর ২০২৩, ১৯:৪৪

ফেনীতে শিশু ও তরুণদের তিন দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী সম্পন্ন

ফেনী, ১০ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলা শহরের নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে আজ সম্পন্ন হলো চারুকারু স্কুলের দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত শিশু ও তরুণদের তিন দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীতে জেলার ৭৮ জন শিশু ও তরুণ শিল্পীর আঁকা শতাধিক ছবি স্থান পেয়েছে।
সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার ও সনদ বিতরণ এবং সমাপনী পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন- বাসসের ন্যাশনাল ডেস্কের ইনচার্জ তানভীর আলাদিন, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন। সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বক্তৃতা করেন- চারুকারু স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুভাষ সূত্রধর ও চিত্রশিল্পী মো. কাওসার হোসেন। 
প্রধান অতিথি মেয়র স্বপন বলেন- আজকের শিশু ও তরুণ শিল্পী যারা অসাধারণ সুন্দর এই ছবিগুলো এঁকেছো, তোমাদের নিয়েইতো স¦প্ন বুনছি আমরা স্মার্ট বাংলাদেশের। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ কারিগর। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, নাট্যজন নাসির উদ্দিন সাইমুম, কবি মঞ্জুর তাজিম, কবি ইকবাল আলম, কবি বকুল আক্তার দরিয়া ও কবি সাবিহ্ মাহমুদ প্রমুখ। 
পরে অতিথিরা শিল্পীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।