বাসস
  ১১ অক্টোবর ২০২৩, ১১:৩০

পিরোজপুরে দুর্গাপূজায় ৩শত ১৩ মেট্রিকটন চাল বরাদ্দ

পিরোজপুর, ১১ অক্টোবর, ২০২৩ (বাসস) :  আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিরোজপুর জেলার জন্য ৩ শত ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। বরাদ্দপ্রাপ্ত চাল ইতিমধ্যেই বিতরণের প্রক্রিয়া শুরু করেছে পিরোজপুরের জেলা প্রশাসন।
পিরোজপুর সদর উপজেলায় ৬৬টি পূজার জন্য দেওয়া হয়েছে ৩৩ মেট্রিক টন, নাজিরপুর উপজেলায় ১৩৪টি পূজার জন্য ৬৭ মেট্রিক টন, নেছারাবাদে ১২৪ টি পূজার জন্য ৬২ মেট্রিক টন, কাউখালীতে ৪৩টি পূজার জন্য সাড়ে ২১ মেট্রিক টন, ভান্ডারিয়ায় ১২৩ টি পূজার জন্য সাড়ে ৬১ মেট্টিক টন, মঠবাড়িয়া ১০৩ টি পূজার জন্য সাড়ে ৫১ মেট্রিক টন এবং ইন্দুরকানীতে ৩৩ টি পূজার জন্য সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিভিন্ন দুর্গা মন্দিরে বিতরণের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই জেলা প্রশাসকের নির্দেশে তার কার্যালয় থেকে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে বরাদ্দপত্র পৌছে গেছে। দু’এক দিনের মধ্যেই জি আর সাহায্যের এ চাল প্রতিটি মন্দির কমিটির সভাপতি/ সম্পাদকের নিকট প্রদান করা হবে। এদিকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাধবি রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় পুলিশ সুপার মোঃ শফিউর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা,জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সভায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।