শিরোনাম
সুনামগঞ্জ, ১১ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলায় আজ বাস্তবায়নাধীন চারটি প্রকল্পের আওতায় অধিগ্রহনকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪টি পরিবারের মধ্যে মোট এককোটি তেইশলাখ ছেষট্টিহাজার একশ’ উনিশ টাকার চেক হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চারটি প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা ও আবুয়াসহ বিভিন্ন নদীতে উপরে চলাচলের জন্য সেতু নির্মানের কারনে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের চেকের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে।