শিরোনাম
নাটোর, ১২ অক্টোবর, ২০২৩ (বাসস) : অতিবৃষ্টির কারণে জমিতে ডুবন্ত জেলার লালপুর ও বড়াইগ্রাম উপজেলার পৌনে ছয়শ’ বিঘা জমির ধানকে রক্ষা করা হয়েছে পানি নিষ্কাশনের মাধ্যমে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল স্থানীয়দের সহায়তায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
স্থানীয় কৃষকরা জানান, বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের মৃধা কচুয়া এলাকায় একটি সরকারী কালভার্টের মুখ বন্ধ করে একজন কৃষক তার জমিতে মাটি ভরাট করেন। এতে মৃধা কচুয়াসহ পাশের লালপুরের মাঝগ্রাম বিলের পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে এ দুটি বিলে পানি জমে ধান গাছ সম্পূর্ণভাবে নিমজ্জিত হওয়ার উপক্রম হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক নালা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। একই সাথে পানি নেমে যাওয়ার পর পাকা ড্রেন নির্মাণ করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা ও লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় উপস্থিত ছিলেন।
বড়াইগ্রামের মৃধা কচুয়ার কৃষক আবু তালেব ও লালপুরের মাঝগ্রাম এলাকার সোলায়মান আলী বলেন, বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে বিলে আমাদের ধান ডুবে যাচ্ছিল। অবশেষে প্রশাসন নালা কেটে পানি বের করার উদ্যোগ নেয়ায় আমাদের ধানগুলো বেঁচে গেল, এতে আমাদের খুব উপকার হলো।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, মৃধা কচুয়া এলাকায় কালভার্টের মুখ আটকে দেয়ায় লালপুরের মাঝগ্রাম বিলের প্রায় ৫শ’ বিঘা জমির ধান তলিয়ে যাচ্ছিল। এছাড়া বড়াইগ্রাম অংশেও পৌনে একশ বিঘা জমির ধান ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে নালা কেটে জমে থাকা বৃষ্টির পানি বের করায় এসব ধান রক্ষা পেয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল জানান, আপাতত সমস্যাটির সমাধান করা হয়েছে। তবে সেখানে কালভার্টের পানি বিলে প্রবাহিত হওয়ার জন্যে স্থায়ীভাবে পাকা ড্রেন নির্মাণ করে দেওয়া হবে।