শিরোনাম
শরীয়তপুর, ১২ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলায় আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেট প্রতিরোধে করণীয় বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়াও জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচকরা দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ সিন্ডিকেটের মাধ্যমে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।