বাসস
  ১২ অক্টোবর ২০২৩, ১২:০০

জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল বিষয়ে সভা

জয়পুরহাট, ১২ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায়  আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে সংকট বন্ধ সম্পর্কিত এক সভা  সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে সংকট বন্ধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বাজার স্থিতিশীলতা ও সিন্ডিকেট নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম মামুন খান চিশতি, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, বাজার মনিটরিং কর্মকর্তা রতন কুমার রায়, জেলা প্রাণি সম্পদ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা খুরশিদ আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মজিবর রহমান, চেম্বার প্রতিনিধি এম এ করিম প্রমূখ । সভায় কোন প্রকার অযুহাত দেখিয়ে বা সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা যাবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও বাজার মনিটরিং জোরদার ও প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। চেম্বার প্রতিনিধি, কোল্ডস্টোরেজ মালিক, মুরগী ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, কাঁচা বাজার ব্যবসায়ী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।