বাসস
  ১২ অক্টোবর ২০২৩, ১৭:১৭

দুর্গাপুজা উপলক্ষে নওগাঁর ৮২৭টি পূজামন্ডপে ৪১৩.৫০০ টন চাল বরাদ্দ

নওগাঁ, ১২ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায় শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে ৪১৩ দশমিক ৫০০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান জানিয়েছেন- জেলার  মোট ৮২৭টি পূজামন্ডপের অনুকূলে প্রতিটিতে ৫০০ কেজি হিসেবে মোট ৪১৩ দশমিক ৫০০ টন চাল বরাদ্দ দেয়া  হয়েছে। পূজামন্ডপগুলোতে খরচ সংকুলানের জন্য এই বরাদ্দ দেয়া হয়েছে।
নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার বলেছেন- বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি বিশেষভাবে সহমর্মি।  সেই অনুভূতি থেকে সারাদেশে পূজামন্ডপগুলোতে বিশাল পরিমাণ সহযোগিত দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় আয়োজনে সরকারের এই সহযোগিতা প্রশংসার দাবি রাখে।