বাসস
  ১২ অক্টোবর ২০২৩, ১৭:২২

নড়াইলে ৫৭১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে

নড়াইল, ১২ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায় এবছর ৫৭১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলার আইন-শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নড়াইল পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। 
বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, জেলা আনসার কমান্ডার বিকাশ চন্দ্র বিশ^াস, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু প্রমুখ।