বাসস
  ১২ অক্টোবর ২০২৩, ১৭:৩২

নাটোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বিশেষ সভা

নাটোর, ১২ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর। আড়তদার থেকে শুরু করে পাইকারী এবং খুচরা বাজার পর্যায়ে পণ্যের মূল্য নির্ধারিত এবং যৌক্তিক পর্যায়ে রাখতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে প্রশাসনিক মনিটরিং কার্যক্রম নিয়মিত এবং জোরদার করা হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, চেম্বার অব কমার্স এর সভাপতি এবং নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী অফিসার এবং সাতটি থানার ওসি বক্তব্য রাখেন।