শিরোনাম
গাজীপুর, ১৩ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলার কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে হাঁস বিতরণ করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫৭ টি পরিবারকে গতকাল হাঁস দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়া আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ডা. মো. সাইদুর রহমান প্রমুখ।
পরে ২৫৭টি পরিবারকে ২০টি করে হাঁস মোট ৫১৪০ টি হাঁস দেওয়া হয়। প্রতিটি পরিবার ১টি করে ভিটামিন, ১টি করে অ্যান্টিবায়োটিক, ১টি করে জীবাণুনাশক প্রদান করা হয়।