বাসস
  ১৩ অক্টোবর ২০২৩, ১১:২৯

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নওগাঁ, ১৩ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি র্যা লি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সোহেল রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা  আশেকুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নওগাঁর উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।