শিরোনাম
গোপালগঞ্জ, ১৩ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘেœ উদযাপন উপলক্ষে সম্প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মুকসুদপুর থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে আয়োজিত এ সম্প্রীতি সভায় উপজেলার দুইশ’ ৯৯টি পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা।
আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, পরিতোষ সরকার, সিনিয়র সাংবাদিক হায়দার হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস প্রমুখ।
সম্প্রীতি সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজায় আইনশৃংখলা মেনে চলাসহ নির্বিগ্নে পূজা উৎযাপন নিয়ে আলোচনা করেন।