শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৩ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল-ভূমিকম্প, অগ্নিকা-, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি জহিরুল ইসলাম রাজীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী তারিকুল আলম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসানুল আলম, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস, বেলায়েত হোসেন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
পরে উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের ভূমিকম্প, অগ্নিকা-, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।