বাসস
  ১৪ অক্টোবর ২০২৩, ১৭:০৭

বঙ্গবন্ধুর সমাধিতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৪ অক্টোবর,২০২৩ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধবেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা  জানান।
তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এই মহানায়কের প্রতি অতল সম্মান প্রদর্শন করেন। 
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ, জাতীয় ৪ নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া- মোনাজাতে অংশ নেন তারা।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘ জীবন ও দেশের সমৃদ্ধির জন্য।
এ সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোরশেদ,উপ-দপ্তর সম্পাদক শাহানুর আলম শান্ত, সদস্য জয়ন্ত দাসসহ ময়মনসিংহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর তারা বঙ্গবন্ধু স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থানসমূহ পরিদর্শন করেন।