শিরোনাম
নড়াইল, ১৫ অক্টোবর,২০২৩ (বাসস): জেলায় আজ বিশ^ সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না।
অনুষ্ঠানে একটি ট্রাই সাইকেল,তিনটি স্মার্ট সাদাছড়ি ও পাঁচটি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। পরে ওই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল,নেজারত ডেপুটি কালেক্টটর মোঃ আসিফ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি মজুমদার,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা প্রতিবন্ধী বিষযক কর্মকর্তা মোঃ ওবায়দুল্ল্যাহ, নড়াইল পৌরসভার কাউন্সিলর মোঃ রেজাইল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,দৃষ্টিহীন প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন ।