বাসস
  ১৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৭

গাজীপুরের শ্রীপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টাকা, ডেউটিন ও চাল বিতরণ

গাজীপুর, ১৭ অক্টোবর, ২০২৩ (বাসস): দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) প্রকল্পের আওতায় জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ কোটি ১৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি মসজিদ, ম-প ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এসব অনুদানের চেক তুলে দেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম জানান- গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টি আর) প্রকল্পের আওতায় উপজেলার ১৬৫টি ধর্মীয়, উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৯৪ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৩৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ৮০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
অন্যদিকে, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৯ টি পূজা ম-পে সাড়ে ২৯ টন চাল বিতরণ হয়েছে।
এছাড়াও এমপি ইকবাল হোসেন সবুজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি ম-পের অনুকূলে ১০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।