বাসস
  ১৭ অক্টোবর ২০২৩, ১৪:০৩

জয়পুরহাটে বডিফিটিংয়ে ফেন্সিডিল বহনকালে ৪ মহিলা গ্রেফতার

জয়পুরহাট, ১৭ অক্টোবর, ২০২৩ (বাসস):  জেলায় অভিনব কায়দায় বডিফিটিংয়ের মাধ্যমে বহন করা ১৩৮ বোতল ফেন্সিডিলসহ চার মহিলা মাদককারবারীকে  গ্রেফতার করেছে  র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময়  জয়পুরহাট রেলস্টেশনে ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর ট্রেনে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় বডিফিটিং অবস্থায় ১৩৮ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক কারবারি  আনোয়ারা বেগম (৪৪),  মনোয়ারা বেগম(৩৬), মেরিনা (৪৬) ও ইতি (২৭) কে  আটক করা হয়।  
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সান্তাহার রেলওয়ে  থানায়  মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।