শিরোনাম
ভোলা, ১৭ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলার দৌলতখান উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে আজ তিন জেলেকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেন। এর আগে সকালে মেঘনা নদীর মদনপুর এলাকয় মৎস্য বিভাগের অভিযানে তাদের আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, তিন জেলেকে জরিমানা ছাড়াও আজ সকাল থেকে জেলায় মোট ১২টি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে দৌলতখান, মনপুরা ও বোহানউদ্দিন উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ১১ হাজার ৫০০ মিটার অবৈধ জাল ও একইসাথে দুটি ইজ্ঞিনচালিত ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।