বাসস
  ১৯ অক্টোবর ২০২৩, ১৪:৩৮

পিরোজপুরে জেলা সম্প্রীতি সভা অনুষ্ঠিত

পিরোজপুর, ১৯ অক্টোবর, ২০২৩ ( বাসস): দুর্গা পূজাকে সামনে রেখে পিরোজপুরে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে
জেলা সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মতামত নেয়া হয়। এ সম্প্রীতি সভায় পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, এনএস আই এর যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জ্যাকি, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক দোলা গুহ, খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি মার্টিন তপন হালদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি জ্যোতির্ময় হালদার বাবুল, জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ ফারুক আবদুল্লাহ, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম, প্রেস ক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন । পুলিশ সুপার শফিউর রহমান আইন শৃঙ্খলা রক্ষার্থে যথাযথ ভূমিকা রাখার ঘোষণা দেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান বলেন হাজার বছরের আমাদের অসম্প্রদায়িক সংস্কৃতিকে আরো উজ্জ্বল করতে হবে।