শিরোনাম
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৩ (বাসস) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম বাসসকে একথা জানান।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দুই মাস ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।