বাসস
  ১৯ অক্টোবর ২০২৩, ২১:৪০

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবি গণতন্ত্রী পার্টির

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৩ (বাসস) : নিরীহ ফিলিস্তিনী নারী ও শিশুদের ওপর ইসরাইলের নৃশংসতম ও বর্ববচিত হামলা ও আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্রী পার্টি উদ্যোগে ফিলিস্তিনের ওপর ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে পার্টির সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি এডভোকেট এম.এ গনির সভাপতিত্বে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান। 
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য বিশিষ্ট কবি ও সাংবাদিক অশোক ধর, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ইদ্রিস আলী মোল্লা, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুর রহমান, এস.এম মামুন, ইব্রাহিম জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস উদ্দিন পাটোয়ারী দুলাল ও আবুল কাশেম প্রমুখ।
সভায় গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, প্যালেস্টাইনের জনগণের উপর ইসরাইলী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। ফিলিস্তিনী জনগণের ন্যায়সঙ্গত মাতৃভূমির দাবির প্রতি গণতন্ত্রী পার্টির পূর্ণ সমর্থন রয়েছে। আমাদেরকে বাংলার জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। মার্কিন সা¤্রাজ্যবাদ ইতিপূর্বে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার মত উন্নত দেশে যুদ্ধ বাধিয়ে দেশ ধ্বংস করেছে। তাই, মার্কিন আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
তিনি দেশী-বিদেশেী ষড়যন্ত্রের প্রতি সরকারকে সজাগ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।