বাসস
  ২০ অক্টোবর ২০২৩, ১৭:৫৬

নড়াইলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইল, ২০ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলায় আজ ২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণের উদ্বাধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়।
এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকোনুজ্জামান, শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য ১৯ হাজার দুইশ’ ৬০ জনকে বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ। এর মধ্যে সদর উপজেলায় ছয়হাজার দুইশ’ ৮০ জন কৃষককে প্রনোদনা প্রদান করা হবে।