বাসস
  ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪০০ কৃষককে প্রণোদনার সার ও বীজ প্রদান

হবিগঞ্জ, ২১ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলার শায়েস্তাগঞ্জে ৪০০ জন কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে স্থানীয় সারগুদাম মাঠে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা ও সূর্যমুখীর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে সার ও বীজগুলো বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ এডভোকেট মো. আবু জাহির।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে ৩০০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫০ জন কৃষকের প্রত্যেকে ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।