শিরোনাম
গাজীপুর, ২২ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলার কাপাসিয়ায় শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে আজ রোববার বিকেলে এমপি-ডিসি ও এসপি’র বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরে তারা সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার পূজারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় গাজীপুর লেডিস ক্লাবের সভানেত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া খান, গাজীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জিনিয়া ফারজানা, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ পূজারীগণ উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে এবছর ৬৮টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি মন্ডপে স্থানীয় এমপি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।