বাসস
  ২৪ অক্টোবর ২০২৩, ১৪:৪০

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসনের প্রস্তুতি

পটুয়াখালী, ২৪ অক্টোবর, ২০২৩ (বাসস): ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। হামুনের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় আজ মঙ্গলবার বেলা ১১টায় সকল উপজেলা নির্বাহি কর্মতর্কাদের নিয়ে সভা করেছে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। 
সভা থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে প্রস্তত করা হয়েছে- ৭০৩টি সাইক্লোন সেল্টার, ৩৫টি মুজিব কিল্লা, ৮ হাজার ৭৬০ সিপিসি কর্মী। আর্থিক প্রয়োজনে বরাদ্ধ রাখা হয়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা ও ৬ লাখ টন চাল।
হামুনের প্রভাবে গতকাল রাত থেকেই পটুয়াখালীতে থেমে থেমে হালকা বৃস্টিপাত হচ্ছে।এখনো বাতাসের তেমন চাপ নেই। নদী ও সাগরে জোয়ার স্বাভাবিক রয়েছে। সাগর কিছুটা উত্তাল।
শারদীয় দূর্গা উৎসবের ছুটিকে কেন্দ্র করে পর্যটন নগরী কুয়াকাটায় হোটেল-মেটেলের অগ্রিম বুকিং বাতিল করেছে পর্যটকরা। এ মুহুর্তে যারা কুয়াকাটায় অবস্থান করছেন বৈরি আবহাওয়ার কারনে তাদেরকে সৈকতে ঘোরাঘুরিসহ সাতাঁর কাটাতে নিষেধ করেছে ট্যুরিস্ট পুলিশ। 
তবে মা ইলিশ প্রজননের জন্য ২ নভেম্বর পর্যন্ত অবরোধ থাকায় সাগরে কোন ট্রলার নেই বলে জানিয়েছেন আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ীরা।