বাসস
  ২৫ অক্টোবর ২০২৩, ২২:০৬

বান্দরবানে সরকারি চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারিদের পরিবারের মধ্যে চেক বিতরণ

বান্দরবান, ২৫ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলায় আজ সরকারের বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মকর্তা- কর্মচারীদের পরিবারের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৩২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ হয়েছে।
আজ বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন। 
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মুহুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রমুখ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ছয়জন কর্মকর্তা- কর্মচারীর পরিবারের মধ্যে মোট ৩২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।