বাসস
  ২৬ অক্টোবর ২০২৩, ১৮:২৭

বগুড়ায় পঁচা-বাসি খাবার রাখায় সেলিম হোটেলকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া, ২৬ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলা শহরে অপরিষ্কার ও পঁচা-বাসি খাবার সংরক্ষণ করায় আজ সেলিম হোটেলেকে ১ লাখ টাকা জরিমানা করেছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম বৃহস্পতিবার বেলা আড়াইটায় এই জরিমানা করেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্র জানায়- অভিযানকালে হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা দেখতে পান। রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবারসহ খাবার যথাযথ লেবেল সংযোজন ছাড়াই মজুদ করতে দেখা যায়৷ 
অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসারগণ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।